Wellcome to National Portal

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, মহাদেবপুর, নওগাঁ এর তথ্য বাতায়নে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহাদেবপুরে চিনিগুঁড়া আতপে লাভের স্বপ্ন চাষির
বিস্তারিত

নওগাঁর মহাদেবপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে চিনিগুঁড়া আতপ (সুগন্ধি) ধানের সমারোহ। বাতাসে ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশের অন্যতম ধান-চাল উৎপাদনকারী এই উপজেলার কৃষকেরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ খরিপ-২ মৌসুমে উপজেলার ১০ টি ইউনিয়নে ১০ হাজার ৬০০ হেক্টর জমিতে চিনি আতপ ধানের চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্য ৩ দশমিক ৫ মেট্রিক টন। উপজেলা পর্যায়ে দেশের সর্বাধিক সুগন্ধি ধান উৎপাদনকারী এ উপজেলায় এবার ৩৯ হাজার ৬৩৬ মেট্রিক টন চিনি আতপ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রমের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষকদের মতে, ফলন ভালো হলে বিঘাপ্রতি ১২ থেকে ১৪ মণ ধান পাওয়া যায়। এক বিঘা জমি চাষাবাদে খরচ হয় ৮ থেকে ৯ হাজার টাকা। উপজেলার অন্তত ২০টি রাইসমিলে প্রতিদিন উৎপাদিত প্রায় এক হাজার মেট্রিক টনের অধিক চিনি আতপ চাল স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ সারা দেশে সরবরাহ করা হয়।

উপজেলার সুলতানপুর গ্রামের আজাহার আলী, আশরাফুল ইসলাম ও ঝলঝলি এলাকার ওমর ফারুক, রুহুল জানান, এবার গোল্ডেন ও স্থানীয় জাতের চিনি আতপ ধান চাষ হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে সার-কীটনাশক প্রয়োগ করছেন। বাম্পার ফলনের আশা তাদের। বাজারে প্রতি মণ নতুন চিনি আতপ ধান ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হবে। এমন দাম থাকলে কৃষকেরা লাভবান হবে বলেও জানান তারা।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, উপজেলা পর্যায়ে দেশের সর্বাধিক চিনি আতপ ধান মহাদেবপুরে চাষ হয়। মৌসুমের শুরু থেকে চাষিদের পরামর্শ দিয়ে আসছেন তারা। উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রমের প্রত্যাশা করছেন তিনি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/10/2024
আর্কাইভ তারিখ
31/03/2025